Monday, 26/Dec/2022

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট


দেশের আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধানের মহান ব্রত নিয়ে দায়িত্ব পালনকালে ‍গুরুতর আহত ও পঙ্গুত্ববরণকারী পুলিশ সদস্যসহ নিহত পুলিশ সদস্যগণের পরিবারবর্গের সার্বিক কল্যাণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ও সদয় অনুদানের মাধ্যমে ২০০০ সালে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট নানামুখী বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে অর্জিত আয় হতে পুলিশ সদস্য ও তাঁদের পরিবারবর্গের কল্যাণার্থে চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান ও অন্যান্য সেবামূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট আয়ের উৎস সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের মাধ্যমে দেশেল ব্যবসা বাণিজ্য প্রসারে ব্যাপক ভূমিকা পালন করছে। এর উল্লেখযোগ্য স্থাপনাসমূহের মধ্যে গুলশানস্থ পুলিশ প্লাজা কনকর্ড, চট্টগ্রামস্থ পুলিশ প্লাজা নন্দনকানন, পুলিশ প্লাজা বগুড়া ও পুলিশ প্লাজা কুমিল্লা প্রভৃতি অন্যতম। পুলিশ বিভাগরে সকল সদস্য স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে প্রয়োজনীয় তহবিল যোগান দেওয়ার মাধ্যমে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে গত ১১/০৯/২০১৯খ্রি. তারিখে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড আনুষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রম চালুর মধ্য দিয়ে ব্যাংকিং সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের নির্মাণ শিল্পকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে পুলিশ ট্রাস্ট কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট লিঃ প্রতিষ্ঠা করা হয়েছে। সর্ব স্থরের ভোক্তাদের মাঝে সূলভমূল্যে নিত্য ব্যবহার্য পণ্যাদি সরবরাহ করার লক্ষ্যে এটির অধীনে পুলিশ ট্রাস্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস্ লিঃ গঠন করা হয়েছে। বিভিন্ন সেক্টরে নিরাপত্তা সেবা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আওতায় গঠিত পুলিশ ট্রাস্ট সিকিউরিটি এন্ড লজিস্টিকস্ লিঃ সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এছাড়া অভ্যন্তরীন ও বিদেশে গমনিচ্ছুক যাত্রীদের ভ্রমন সহজ করার লক্ষ্যে এয়ার লাইন্সের টিকেটিং সেবা দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে পুলিশ ট্রাস্ট ট্যুরস এন্ড ট্রাভেলস্ লিঃ চালু হয়েছে। দেশের পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে পুলিশ ট্রাস্ট সার্ভিসেস এন্ড এন্টারটেইনমেন্ট লিঃ এর পরিচালনাধীন রাঙ্গামাটি পলওয়েল পার্ক এন্ড রিসোর্ট স্থাপনের মাধ্যমে পর্যটকদের মাঝে সমাদৃত হয়েছে। এছাড়া ভবিষ্যতে পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পটুয়াখালী জেলার কুয়াকাটা এবং কক্সবাজার জেলার টেকনাফস্থ সাবরাং মৌজায় আন্তজার্তিকমানের হোটেল-মোটেল ও রিসোর্ট প্রভৃতি নিমার্ণের পরিকল্পনা করছে। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের জনহিতকর সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকাস্থ কেরানীগঞ্জে ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র স্থাপনের মাধ্যমে গণ মানুষের ভূয়সী প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট বিগত ২০১৩ সালে সাভারে রানা প্লাজার মর্মান্তিক ধ্বস, কোভিড-১৯ মহামারী মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদানসহ সম্প্রতি ভয়াবহ বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের মাঝে সরাসরি ত্রাণ বিতরণের মাধ্যমে সামাজিক ও সেবামূলক কার্যক্রমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট বিভিন্ন ধরনের সামাজিক এবং অথনৈতিক কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশ পুলিশ ও দেশের সার্বিক উন্নয়নকল্পে বদ্ধপরিকর।


একনজরে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট: 

নাম                : বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট

প্রতিষ্ঠাকাল            : ২০০০ খ্রি:

অঙ্গপ্রতিষ্ঠানসমূহ        : ১। পুলিশ প্লাজা কনকর্ড, পুলিশ প্লাজা বগুড়া, 

                      পুলিশ প্লাজা কুমিল্লা, আরএফ পুলিশ প্লাজা নন্দনকানন

                  ২। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড

                  ৩। পুলিশ ট্রাস্ট সিকিউরিটি এন্ড লজিস্টিকস্ লিমিটেড

                  ৪। পুলিশ ট্রাস্ট কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড

                  ৫। পুলিশ ট্রাস্ট ট্যুরস এন্ড ট্রাভেলস্ লিমিটেড

                  ৬। পুলিশ ট্রাস্ট ইন্ডাস্ট্রিয়াল পোডাক্টস্ লিমিটেড

                  ৭। পুলিশ ট্রাস্ট সার্ভিসেস এন্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড
 

g¨v‡bR‡g›U KwgwU

µ.g g¨v‡bR‡g›U KwgwUi m`m¨MY   c`ex
1. Rbve †gvt AvKivg †nv‡mb, wewcGg AwZwi³ AvBwRwc (dvBb¨vÝ), cywjk †nW‡KvqvU©vm© mfvcwZ
2. Rbve KvRx †gvt dRjyj Kwig, wewcGg wWAvBwR (A¨vWwgwb‡÷ªkb), cywjk †nW‡KvqvU©vm© m`m¨
3. Rbve ZvcZzb bvmixb wWAvBwR (dvBb¨vÝ), cywjk †nW‡KvqvU©vm© m`m¨
4. Rbve Avãyjøvn Avj Rwni wewcGg, wcwcGg (evi) AwZwi³ wWAvBwR (‡W‡fjc‡g›U), cywjk †nW‡KvqvU©vm© m`m¨
5. Rbve Avn¤§` gyC`, wewcGg-‡mev AwZwi³ wWAvBwR (I‡qj‡dqvi Uªv÷), cywjk †nW‡KvqvU©vm© m`m¨ mwPe
6. ‡gvt †iRvDj nK Lvb AwZwi³ wWAvBwR (I‡qj‡dqvi Uªv÷ cÖ‡R±), cywjk †nW‡KvqvU©vm© m`m¨
7. Rbve G ‡RW Gg †gv¯ÍvwdRyi ingvb GAvBwR (‡W‡fjc‡g›U †iwfwbD-2), cywjk †nW‡KvqvU©vm© m`m¨
8. kgxgv cvifxb GAvBwR (GWz‡Kkb, ‡¯úvUm© GÛ KvjPvi), cywjk †nW‡KvqvU©vm© m`m¨
9. Rbve ‡gvt Rmxg DwÏb, wcwcGg AwZwi³ cywjk mycvi (I‡qj‡dqvi Uªv÷), cywjk †nW‡KvqvUv©m© m`m¨
10.   AwZwi³ cywjk mycvi (I‡qj‡dqvi Uªv÷ cÖ‡R±), cywjk †nW‡KvqvU©vm© m`m¨